Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কালনায়

মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কালনায়

সংবাদদাতা,কালনাঃ প্রস্তাবিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা কিষাণ মান্ডি তে রবিবার বিকেলে।  পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়  প্রচুর পরিমাণে চাষ হয় পেয়ারা কুল টমেটো আম চাল কুমড়ো সহ বিভিন্ন জিনিস আর যা দিয়েই তৈরি হতে পারে জ্যাম জেলির মতন লাভজনক দ্রব্য। আর সেই ভাবনা থেকেই পাঁচটি স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের একত্রিত করে এই ইউনিটের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই। মন্ত্রী স্বপন বাবু এদিন জানান, সমুদ্রগড় মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তার বরাত পেয়েছে, ১৮ লাখ ১০ হাজার টাকা প্রথম পর্যায়ে মনজুরও হয়ে গেছে। প্রথম পর্যায়ে হবে ট্রেনিং,দ্বিতীয় পর্যায়ে প্রোডাকশন এবং তৃতীয় পর্যায়ে বিপণনের ব্যবস্থা করা হবে। মূলত এলাকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যেই এই ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও  এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি,পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জেলা পরিষদের সদস্য আরতি খানসহ বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments