সার্থক কুমার দে,লাউদোহাঃ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বীরভূমের এ টু জেড একাদশ। শনিবার বনগ্রাম মিলন সমিতি মাঠে ফাইনাল খেলাটিতে এ টু জেড একাদশ (বীরভূম) ও শ্যাম মেটালিক (জামুরিয়া) দল মুখোমুখি হয়েছিল। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। খেলার নিষ্পত্তি হয় টাই ব্রেকারে। ৩-২ গোলে শ্যাম মেটালিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এ টু জেড একাদশ দল। ফাইনাল খেলাতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের আকাশ পরামানিক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান শ্যাম মেটালিক দলের শচীন বাউরি। এদিন ফাইনাল খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্যোক্তাদের পক্ষে গৌতম ঘোষ জানান, ১ মার্চ আটটি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। নতুন প্রজন্মকে মাঠমুখি করা ও ফুটবল খেলার প্রসার ঘটাতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান তিনি।