Wednesday, May 1, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রবল বর্ষণে বাড়ি চাপা পড়ে গুরুতর জখম দম্পতি

প্রবল বর্ষণে বাড়ি চাপা পড়ে গুরুতর জখম দম্পতি

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ভোররাতে ভাঙলো মাটির বাড়ি। আহত দুই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলের মাঝপুর গ্রামে। ঘটনায় ওই দম্পতি আহত হওয়ার পাশাপাশি তাদের কন্যা কোনওরকমে প্রাণে বেঁচেছে। ঘটনায় গুরুতর আহত হন বাড়ির মালিক নিখিল সরকার। অল্প বিস্তর আহত হয়েছেন তার স্ত্রী টুম্পা সরকারও। আহত ব্যক্তিকে উদ্ধার করে মহেশবাটী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কোমরে ভালো রকম আঘাত পেয়েছেন তিনি। টুম্পা সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল নিখিল সরকারের মাটির বাড়ি। কোনরকম ত্রিপল দিয়ে মেরামত করে স্ত্রী এবং কন্যাকে নিয়ে  বসবাস করছিলেন নিখিলবাবু। একাধিকবার প্রশাসনিক দফতরে বাড়িটি মেরামত করে দেওয়ার জন্য আবেদন জানালেও এখনো তা হয়নি। বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে চিন্তায় ছিলেন তারা। এদিকে আবার নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি। আর তাতেই সেই জরাজীর্ণ মাটির বাড়িটি ভোররাতে ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ঘুমন্ত অবস্থাতেই ভোর রাতে সরকার দম্পতি বাড়ির দেয়াল ভেঙে পড়ার আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে উঠে পড়েন তারা। তারপরেই ঘরে থাকা আলমারির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। সেই আলমারি এসে পড়ে ঘুমন্ত অবস্থায় থাকা নিখিল সরকারের উপর। চাপা পড়ে যান তিনি। কোন রকমে স্ত্রী কন্যাকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে মহেশবাটি গ্রামীণ হাসপাতালে। টুম্পা সরকার আরো জানান, দিনমজুরি করেই তাদের সংসার চলে। বাড়ি সারানোর সঙ্গতি নেই।এখন কীভাবে দিন চলবে সেটাই তাদের বড় চিন্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments