Thursday, November 14, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত

বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: জাতিসংঘের সাধারণ পরিষদে সর্ব সম্মতিক্রমে ২১ জুন কে বিশ্ব যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। যার অর্থ একত্রিত করা। যা মন শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। ৫০০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে যোগ চর্চা চলে আসছে। এ বছরের থিম yoga for self and society অর্থাৎ নিজের ও সমাজের জন্য ব্যায়াম।
এদিনের সকালের কর্মসূচির পর বিকেলেও সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে প্রতিদিন বিকেলে যোগা ও প্রাণায়াম করা মহিলা ও শিশুরা দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথোরিটির নব নির্বাচিত চেয়ারম্যান কবি দত্ত। এখানে এসে তিনি বলেন, তিনিও এই এলাকারই মানুষ। তিনি চতুরঙ্গ দুর্গাপুজো ও নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে জড়িত। তিনি কোন রাজনীতির মানুষ নন। একজন উদ্যোগপতি হিসেবে পরিচিত হলেও এই শিল্পাঞ্চলের উন্নতির জন্য তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার রূপায়নে তিনি প্রয়াস চালিয়ে যাবেন। চতুরঙ্গ ময়দানের পরিকাঠামোর উন্নতির জন্য তিনি স্থানীয় মানুষদের সহযোগিতা কামনা করেন। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, শিশুরা নিয়মিত যোগ ব্যায়াম অভ্যাস করলে তারা নীরোগ জীবনের অধিকারী হবে। তিনি শিশু ও মহিলাদের এই যোগ প্রদর্শনী দেখে অভিভূত। তিনি আক্ষেপ করে বলেন, সময়াভাবে তিনি যোগাভ্যাস করতে পারেন না। নিয়মিত যোগ ও প্রাণায়াম অভ্যাস করলে সুস্থভাবে বাঁচা যায়।
এদিন পঞ্চাশ জন শিশু ও মহিলা বিভিন্ন ধরণের যোগ প্রদর্শন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments