Sunday, May 19, 2024
Google search engine
HomeUncategorizedঝাঁঝরাতে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠনের প্রতিবাদ সভা

ঝাঁঝরাতে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠনের প্রতিবাদ সভা

সংবাদদাতা,লাউদোহাঃ কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করল কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠন। শনিবার এই সভাটি হয় ইসিএলের ঝাঁঝরা এরিয়ার এমআইসি কোলিয়ারি চত্বরে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,সাংসদ শত্রুঘ্ন সিনহা,শতাব্দী রায়,বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,শ্রমিক সংগঠন কেকেএসি-র সভাপতি হরেরাম সিং, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক,শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। এদিনের প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির বিরুদ্ধে সরব হন উপস্থিত বক্তারা। সাংসদ শতাব্দী রায় বলেন, কয়েকদিন আগে কেন্দ্রের মন্ত্রীর কাছে আমরা বাংলার এমপিরা গিয়েছিলাম বিভিন্ন খাতে আটকে রাখা বকেয়া টাকা দেবার দাবি জানাতে। মন্ত্রী ছিলেন না তার দপ্তরের এক আধিকারিক আমাদের জানান আপনারা বকেয়া টাকা চাইতে এসেছেন,আর পশ্চিমবাংলার বিজেপির নেতারা কদিন আগে এসেছিলেন যাতে টাকা দেওয়া না হয় তা বলতে। শতাব্দী রায় বলেন, এ থেকে প্রমাণ হয় তৃণমূল বাংলার মানুষের জন্য রাজনীতি করে আর বিজেপি রাজনীতি করে বাংলার মানুষের সাথে বঞ্চনা করার জন্য। বিজেপি কেন্দ্রে সরকারে থাকলে দেশের সব সম্পদ বিক্রি করে দেবে। কয়লা খনি বেসরকারিকরণ রুখতে শ্রমিকদের এক জোট হওয়ার আহ্বান জানান শতাব্দী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক বিরোধী নীতি নিয়ে চলছে। শ্রমিকদের আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে। ৫১ হাজার কোটি টাকা তোলার জন্য কেন্দ্রের বিজেপি সরকার লাভজনক রাষ্ট্রয়াত্ব সংস্থাগুলি বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে কয়লা শিল্পও রয়েছে। কয়লা শিল্পে বেসরকারিকরণ রুখতে তৃণমূল বদ্ধপরিকর। সেই জন্য এক মাস ব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠন কেকেএসসি। আগামী ১১ সেপ্টেম্বর সাকতোড়িয়াতে ইসিএলের হেড কোয়ার্টার ঘেরাও করা হবে বলে জানান ঋতব্রত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments