সংবাদদাতা, দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: আর জি কর কান্ডে এখনো সিবিআই কোনো দোষীর নাম প্রকাশ করতে পারেনি। তাই এনিয়ে বাড়ছে ক্ষোভ। এই অবস্থায় আজ আবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে বিভিন্ন সংগঠন। প্রতিবাদ হচ্ছে শহর দুর্গাপুরেও। আজ বিকেল পাঁচটায় সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দান থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখা ও আমরা তিলক তোমার দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে তিলোত্তমার ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে সুবিচার চেয়ে যে আন্দোলন চলেছে সারা দেশ জুড়ে আজ বিকেল পাঁচটায় সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দান থেকে জংশনমল এক মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনের সাথে সাথে একটি প্রতিবাদ মিছিল জংশন মলে গিয়ে শেষ হবে ও সেখানে একটি প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবশেষে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানব বন্ধন করা হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এদিন রাত নটা থেকে দশটা পর্যন্ত বাড়ির সব রকম আলো নিভিয়ে সবাইকে রাস্তায় মোমবাতি জ্বালিয়ে দাঁড়াতে অনুরোধ করা হয়েছে। আমরা তিলোত্তমার পক্ষ থেকে দেবযানী বোস সবাইকে বিকেল পাঁচটায় চতুরঙ্গ ময়দানে মানববন্ধনে আমন্ত্রণ জানিয়েছে
কদিন আগে ব্যাংক কর্মীরা মানব বন্ধনে অংশ নিয়েছিলেন।