Wednesday, May 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে জাতীয় ঐক্য দিবস পালিত

দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে জাতীয় ঐক্য দিবস পালিত

দুর্গাপুর, ৩১ অক্টোবর: গ্রুপ সেন্টার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দুর্গাপুরে জাতীয় ঐক্য দিবসের আয়োজন করা হয়। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে ‘রান ফর ইউনিটি’। একতা কুচকাওয়াজের আয়োজন করা হয়। এদিন, জাতীয় ঐক্য ও অখণ্ডতার প্রেক্ষাপটে উপ-পুলিশ মহাপরিদর্শক শ্রী দেবব্রত ভট্টাচার্য গ্রুপ সেন্টারের অফিসার ও সৈনিকদের শপথও পাঠ করান। এই উপলক্ষে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী ভট্টাচার্য বলেছেন যে এই দিনে, ৩১ অক্টোবর ১৮৭৫ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটের নদিয়াদের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর, সর্দার প্যাটেল সমগ্র জাতিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই প্রতি বছর সারা ভারতে সর্দার প্যাটেলের জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। সর্দার প্যাটেল ছিলেন ভারত মাতার সেই সাহসী পুত্রদের একজন, যারা দেশসেবার চেতনা এবং দেশপ্রেমে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। তাঁর দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প, আনুগত্য, অদম্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সাহসিকতা ও কাজের প্রতি নিষ্ঠার কারণে তাঁকে বলা হয় লৌহমানব। সরল জীবনযাপন, উচ্চ চিন্তা, আত্মমর্যাদা এবং দেশের প্রতি ভালোবাসা ছিল স্তম্ভ। ভারত স্বাধীন হওয়ার সময় তাঁর ব্যক্তিত্বের কথা।যা হয়েছিল যে দেশে ৫৬২টি ছোট-বড় রাজকীয় রাজ্য ছিল, যাদেরকে ব্রিটিশ সরকার ভারত বা পাকিস্তানে যোগদান বা স্বাধীন থাকার বিকল্প দিয়েছিল। কাশ্মীর, জুনাগড়, নিজামবাদ প্রভৃতি অনেক রাজকীয় রাজ্য প্রাথমিকভাবে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়।সর্দার প্যাটেল অত্যন্ত প্রজ্ঞা ও সাহসিকতার সাথে তাদের রাজাদের সাথে কথা বলে তাদের নিজের শর্তে ভারতের সাথে মিলিত হতে প্রস্তুত করেন। তাঁর নীতি এতটাই সফল হয়েছিল যে নতুন সংবিধান কার্যকর হওয়ার সময় সমস্ত রাজ্যগুলি ভারতে একীভূত হয়ে গিয়েছিল। দেশীয় রাজ্যগুলোর কাছে তিনি ভারতীয় ইউনিয়নের একীভূতকরণ ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও অখণ্ডতার জোরেই যে কোনো জাতির উন্নয়ন সম্ভব। আমাদের দেশ মুঘল ও ইংরেজদের শাসনাধীনে থাকার প্রথম কারণ ছিল পারস্পরিক ঐক্যের অভাব, যার কারণে আমাদের দেশ শত শত বছর ধরে দাস ছিল। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে, কাশ্মীরে বিদ্রোহ হোক বা উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদ বা নকশাল প্রভাবিত রাজ্য, আমাদের সাহসী সৈন্যরা দিনরাত তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। অতএব, আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের শুভ উপলক্ষ্যে, আমরা নিজেদেরকে পুনরুজ্জীবিত করি এবং একতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য সর্বান্তকরণে নিজেদেরকে উৎসর্গ করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments