Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গতৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার,তদন্ত করবেন অভিযুক্ত নিজেই

তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার,তদন্ত করবেন অভিযুক্ত নিজেই

সাথী প্রামানিক, পুরুলিয়াঃ দুর্নীতির বিরুদ্ধে সরব দলের সতীর্থদেরই একাংশ! ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলে তৃণমূল নেতা হাজারি বাউরির বিরুদ্ধে রঘুনাথপুর জুড়ে পোস্টার পড়ল। ‘রঘুনাথপুর খেটে খাওয়া গরীব মানুষ কমিটি’র নামে ওই পোস্টার শহরের বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে। কেউ বা কারা রাতের অন্ধকারে পোস্টারগুলি সাঁটিয়েছে বলে অনুমান ওই তৃণমূল নেতার। ওই পোস্টারে অভিযোগ করা হয়েছে, গরিব খেটে খাওয়া মানুষের ফুটপাত ঘিরে দোকান করে থাকাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু হাজারিবাবু রঘুনাথপুর থানার কো-অপারেটিভের সেক্রেটারি থাকার সময় অনেক দুর্নীতি করেছেন। কো- অপারেটিভের জায়গা মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে ব্যবসা করার জন্য লিজে দিয়েছেন। সমস্ত কিছু জানার পরেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। কীভাবে সরকারি জায়গা ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হল? তা নিয়েই ওই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে। যদিও হাজারি বাবু জানিয়েছেন, ‘কো-অপারেটিভের ওই জায়গাটি দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ দখল করে ব্যবসা করছিল। পদে আসার পরে বিষয়টি নজরে আসে। সেটিকে কো-অপারেটিভের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে কো- অপারেটিভের সম্পত্তি বৃদ্ধির কথা মাথায় রেখে ৩৩ বছরের জন্য ব্যবসা করতে লিজ দেওয়া হয়েছে। যার ফলে বছরে প্রায় লক্ষাধিক টাকা আয় হয় কো-অপারেটিভের। লিজ দেওয়ার বিষয়টি সমস্ত সরকারি নিয়ম মেনেই করা হয়েছিল। লিজের জন্য যে কেউ যাতে আবেদন করতে পারেন তাই বিষয়টি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল। আসলে কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তারা সফল হবেন না।’ এই ঘটনায় যে দলেরই কিছু মানুষ ইন্ধন জুগিয়েছেন এটা তিনি পরিষ্কার জানান।বিষয়টি নিয়ে হাজারি বাবু নিজেই তদন্ত করছেন।পরবর্তীকালে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments