নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সাধু সন্তদের খারাপ চিহ্নিত করে সনাতনীদের পরীক্ষা নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে সনাতনীরা প্রতিবাদে সামিল হবেন। বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে সাধু সন্ত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে স্বাভিমান যাত্রায় পরমাত্মানন্দজী মহারাজ এই কথাগুলি বলেন। এদিন মেমারি শহরের বিভিন্ন এলাকায় এই স্বাভিমান যাত্রা প্রদক্ষিণ করে। বিভিন্ন ধর্মীয় সংস্থা ও সংগঠনের অনুগামী ও সাধুসন্তরা এতে অংশ নেন। এদিন পরমাত্মানন্দজী আরো বলেন, বিভিন্ন সভায় সাধু সন্ত এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনকে আক্রমণ করে বক্তব্য রাখছেন। তার চেলাচামুন্ডারা আরো উত্তেজক বক্তব্য রাখছেন। চোরের রাণী হবার পরে তিনি বিভাজনের কৌশল নিয়েছেন।তিনি হিন্দু দেবদেবীদের আক্রমণ করছেন। বিকৃত চণ্ডীপাঠ করছেন।
সাধু সন্তদের প্রতি মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে সনাতনীরা
RELATED ARTICLES