নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গত দু’দিনে ৩৫ জনের মত বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত। পূর্ব বর্ধমানেরব জামালপুর ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের কুমোর পাড়া এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১৫ জনের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জামালপুর ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের কুমোর পাড়া এলাকায় গতকাল থেকেই বেশকয়েক জন গ্রামবাসীর পেটে ব্যথা ও বমি ভাব নিয়ে শরীর খারাপ হয়। ইতিমধ্যেই ১৫ জন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গ্রামে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জল বাহিত কোন জীবাণু থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বি এম ও এইচ চয়ন মজুমদার জানিয়েছেন, গ্রামে মেডিকেল টিম বসেছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। ওই এলাকার জল সংগ্রহ করা হয়েছে তা পরীক্ষা করা হবে। গ্রামের বাসিন্দাদের দাবি পানীয় জলের জন্য সজল ধারা প্রকল্পের যে জল দেওয়া হয় সেই জল দু’দিন চারদিন অন্তর দেওয়া হয়। সেই পাইপলাইন পরিষ্কার করা হোক।
পূর্ব বর্ধমানের জামালপুরে ডায়রিয়ার প্রকোপ
RELATED ARTICLES