Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে বাঁকুড়ায় দেখা গেল উৎসবের মেজাজ

রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে বাঁকুড়ায় দেখা গেল উৎসবের মেজাজ

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: অযোধ্যায় রাম মন্দির রামলালা মূর্তি প্রতিষ্ঠা ঘিরে সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে ছিল উৎসবের মেজাজ। বিভিন্ন জায়গায় মাইক বাজিয়ে ধার্মিক অনুষ্ঠান হয়। সতীঘাটে রাম মন্দির এবং হনুমান মন্দিরে সেই মহেন্দ্রক্ষণ নিয়ে ছিল চূড়ান্ত উন্মাদনা। সকাল থেকেই প্রদীপ ধুপ জ্বালিয়ে পূজা অর্চনা, যাগ-যজ্ঞ চলে। বাঁকুড়ার মাচানতলা ঘড়ি মোড় থেকে কৃত্তিবাসী রামায়ণ বই হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এই মিছিলে অগণিত রামভক্ত গেরুয়া পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন।৫০১ কলস হাতে নিয়ে নানা বয়সী মহিলারা এই মিছিল পা মেলালেন।এই রাম শোভাযাত্রা গিয়ে পৌঁছায় লালবাজার মোড়ে। সেখানেই একটি মহতি
যজ্ঞের আয়োজন করা হয় লালবাজার দুর্গো উৎসব কমিটির পক্ষ থেকে।সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা করেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন আট থেকে আশি বহু মহিলা। ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হয় লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments