Friday, September 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ সুপ্রিম কোর্টের

সংবাদদাতা,দিল্লি,৯ সেপ্টেম্বরঃ কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের একমাস অতিক্রান্ত। প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এসবের মাঝেই জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানও করেছেন। প্রায় একমাস ধরে কাজ না করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের রিপোর্ট বলছে, ২৮ দিন ধরে চিকিৎসকদের কর্মবিরতিতে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে,যথেষ্ট  চিকিৎসা পরিষেবা না পাওয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আর্জি জানিয়েছেন চিকিৎসকদের কাজে ফিরতে। তার পরেও চলছে টানা প্রতিবাদ-বিক্ষোভ। সোমবার সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে দেশের শীর্ষ আদালতও একই বার্তা দিল। মনে করিয়ে দিল, চিকিৎসা প্রদান চিকিৎসকদের প্রধান কাজ, তাই পরিস্থিতি বিচারে এবার কাজে ফিরতে হবে তাঁদের। তারজন্য সময়ও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার দ্বিতীয় শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার কথা জানিয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে কর্মবিরতিতে থাকা আন্দোলনরত চিকিৎসকদের। দেশের শীর্ষ আদালত আরও জানিয়েছে এই সময়ের মধ্যে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করবে না রাজ্য। কিন্তু চিকিৎসকরা তার পরেও কাজে না ফিরলে, তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করলে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারবে না। যাঁরা সময়ের মধ্যে কাজে ফিরবেন, তাঁদের বিরুদ্ধে যে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেবে না, তা নিশ্চিত করতে হবে রাজ্যকে,এদিন সেকথাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments