Sunday, October 13, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিশ্ব ফিজিওথেরাপি দিবসে দুর্গাপুরে বিশেষ সচেতনতা শিবির

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে দুর্গাপুরে বিশেষ সচেতনতা শিবির

প্রণয় রায়,দুর্গাপুরঃ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে  ফিজিওথেরাপি এসোসিয়েশন অফ দুর্গাপুর, সিটি সেন্টারের নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় চতুরঙ্গ ময়দানে রবিবার একটি ফিজিওথেরাপি শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের প্রাপ্তবয়স্কদের মধ্যে লো ব্যাক পেইন বা কোমরের ব্যথা ও কোমরের নিচের অংশে যে কোনো ব্যথা প্রচন্ডভাবে বাড়ছে। তাই এই রোগকে গুরুত্ব দিয়ে এ বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের থিম বা উপপাদ্য বিষয় ছিল- লো ব্যাক পেইন এবং তার ব্যবস্থাপনা ও প্রতিকারে ফিজিওথেরাপির ভূমিকা। ১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথম বিশ্বজুড়ে ফিজিওথেরাপি দিবস পালন করা শুরু হয়। মানব সমাজে ফিজিওথেরাপির  গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে জনসাধারণকে সজাগ করতে  প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। বর্তমানে বিশ্বের ১২৭ টি দেশের ছয় লক্ষের উপর ফিজিওথেরাপিস্ট এই সংস্থার সদস্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিশন হসপিটালের অর্থপেডিক চিকিৎসক ডাক্তার অভিষেক রায়,মহকুমা হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডাঃ তুষার আচার্য,দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি কাঞ্চন সিদ্দিকী ও এনসিআরসি’র সভাপতি সুদীপ দত্ত রায়। স্বাগত ভাষণ দেন ক্লাবের বরিষ্ঠ সদস্য সুমিত রায়। ডাঃ অভিষেক রায় বলেন, একটি বিজ্ঞান ফিজিওথেরাপি  মানুষের জীবনের একটি অপরিহার্য চিকিৎসা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। ডাক্তার আচার্য বলেন, লো ব্যাক পেইন বা কোমরের ব্যথা এখনকার দিনে একটি অত্যন্ত গুরুতর সমস্যা। বর্তমান প্রাপ্তবয়স্ক তরুণ প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়ে এই সমস্যায় ভুগছে তার কারণ তাদের কাজের পরিবেশ ফাস্টফুড, জীবনযাত্রা সবকিছুই এর মূলে। এর থেকে মুক্তি পেতে সবাইকে প্রতিদিন কিছু কিছু শারীরিক ব্যায়াম ও ফিজিওথেরাপি চিকিৎসার সাহায্য নিতে হবে। এই স্বাস্থ্য শিবিরটি পরিচালনা করেন দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট পল্লব চক্রবর্তী। তিনি বলেন, সচেতনতার অভাবে ও আজকের এই দ্রুত জীবনে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বাত জনিত সমস্যা বেড়ে চলেছে। লো ব্যাক পেন বা কোমরের ব্যথা ও কোমরের নিচের অংশের যে কোনো  তীব্র ও দীর্ঘস্থায়ী  ব্যাথার  ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ রোগটি বারবার ভালো হয় আবার ফিরে আসে।  এটি একটি গুরুতর শারীরিক সমস্যা কিন্তু নিয়মিত ফিজিওথেরাপি মাধ্যমে এই রোগকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এই শিবিরে দুর্গাপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ফিজিওথেরাপিস্টরা বিনামূল্যে বিভিন্ন রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। এখানে বোন মিনারেন ডেনসিটি মেসিনে রোগীদের শরীরে ক্যালসিয়ামের পরিমাপ করা হয়। প্রায় একশ জন রোগী এই শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments