নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হল। হুগলির গুড়াপের কংসারিপুর মোড়ে চুঁচুড়া তারকেশ্বর ২৩ নম্বর রোডে টোটো এবং ডাম্পারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন বিদ্যুৎ বেড়া(২৯), তার স্ত্রী প্রীতি বেড়া(২২) এবং তাদের পুত্র বিহান বেড়া(২)। তাদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মারা গিয়েছেন আরও এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য(২০)।তার বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। হুগলির পাণ্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬৩) এই পথ দুর্ঘটনায় মারা গেছেন। তারা স্বামী স্ত্রী। পুলিশ মৃত সকলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে যান বর্ধমান থানার আই সি দীবেন্দু দাস। ঘটনায় আহত হন টোটোচালক সৌমেন ঘোষ। তার মাথায় ও হাতে চোট লেগে ছিল। পরে হাসপাতালে সৌমেন ঘোষ (২৬) ও মারা যায়। তার বাড়ি গুরাপের ভোতর এলাকায়। ফলে মোট সাতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। পুলিশ সূত্রে জানা গেছে, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে বর্ধমানমুখী একটি ডাম্পার। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন ও পুলিশ। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে টোটো চালকেরও মৃত্যু হয়।
হুগলির গুড়াপে টোটো এবং ডাম্পারের সংঘর্ষে সাতজনের মৃত্যু
RELATED ARTICLES