নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বেপরোয়া গতির দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ বাইক চালক ও ১ আরোহীর। একটি বাইক ছিটকে পরে পাশ দিয়ে যাওয়া টোটোর উপর। তার ফলে গুরুতর জখম টোটোর চালক অপূর্ব সাহা। তিনি কাটোয়া মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন। মৃত ৩ জনের মধ্যে শুভজিৎ ঘোষ (১৯) ও বাপন দাস (২১) নদীয়ার বল্লভপাড়ার বাসিন্দা। আর সায়ন দত্ত (২৪) কাটোয়া শহরের চাউলপট্টির বাসিন্দা। পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, ব্যবসার কাজে কাটোয়ার সায়ন দত্ত নদিয়ার কালীগঞ্জের আসাচিয়া গিয়েছিল। আর নদিয়ার বল্লভপাড়ার ২ যুবক শুভজিৎ ও বাপন দেবগ্রামের দিকে ব্যক্তিগত কাজে যাচ্ছিল। দুজনেই বাইক চালাচ্ছিল তীব্র গতিতে। বৃহস্পতিবার নদীয়ার কালীগঞ্জ থানার বল্লভপাড়া—দেবগ্রাম রাজ্য সড়কের হাটখোলার বড় সাঁকোর কাছে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দেবগ্রামের দিক থেকে এক যুবক দ্রুতগতিতে বাইক চালিয়ে বল্লভপাড়ার দিকে আসছিল। আর উল্টোদিক থেকে ২ যুবক একটি বাইকে চেপে দেবগ্রামের দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় বড় সাঁকোর কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকই রাস্তার উপর ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ৪ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা দেখে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু
RELATED ARTICLES