সার্থক কুমার দে,দুর্গাপুরঃ সোমবার উত্তর প্রদেশের অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন পশ্চিম বাংলায় রাজ্য জুড়ে “সংহতি যাত্রা” মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত রাজ্যের অন্যান্য জায়গার সাথে খনি অঞ্চলের অন্ডাল,পাণ্ডবেশ্বর,লাউদোহা ব্লকেও তৃণমূল কংগ্রেসের “সংহতি যাত্রা” মিছিল আয়োজিত হয় এদিন। অন্ডাল ব্লকের মিছিলটি হয় উখরাতে। সোমবার বিকেলে মিছিলের সূচনা হয় আনন্দ মোড় থেকে। শেষ হয় উখড়া স্কুল মোড়ে। সেখানে দলের পক্ষ থেকে একটি সভা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল,উখড়া অঞ্চল সভাপতি শরণ সাইগল, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার,জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেব নুনিয়া,জেলা পরিষদ সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়,কাঞ্চন মিত্র, রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা। মিছিল শেষে স্কুল মোড় সভাস্থল মঞ্চে সর্ব ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলে। এদিন পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই তৃণমূল দলের পক্ষে সংহতি মিছিল হয়। কেন্দ্রা ও বৈদ্যনাথপুর অঞ্চলের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়। অন্যদিকে এদিন দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকে তৃণমূলের সংহতি মিছিল হয় গৌরবাজার এলাকায়। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় মিছিল। গোটা গ্রাম ঘুরে মিছিলটি শেষ হয় গৌরবাজার বাস স্ট্যান্ডে। মিছিলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,দলের অঞ্চল সভাপতি (গৌরবাজার) উৎপল দত্ত সহ শাসক দলের ব্লক ও স্থানীয় স্তরের কয়েক হাজার নেতা, কর্মী, সমর্থকেরা। সম্প্রীতির বার্তা দিতেই এদিন সংহতি মিছিল বলে জানানো হয় শাসকদলের পক্ষ থেকে।
খনি অঞ্চলে সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূলের সংহতি মিছিল
RELATED ARTICLES