সার্থক কুমার দে,অন্ডালঃ বৃহস্পতিবার উখরা নবভারতী সংঘ ক্লাবে আয়োজিত হল গণ হাতেখড়ি অনুষ্ঠান। এদিন ক্লাব চত্বরে বাগ দেবীর প্রতিমার সামনে শাস্ত্র বিধি মেনে হাতেখড়ি অনুষ্ঠানটি হয়। স্লেটের উপর চক পেন্সিল দিয়ে নব পড়ুয়াদের অ – আ,ক – খ লিখতে শেখান পুরোহিত মশাই। অনুষ্ঠান শেষে হাতেখড়ি নেওয়া ৫০ জন নব পড়ুয়াকে স্লেট, চক, পেন্সিল, বর্ণপরিচয় ও ধারাপাত বই উপহার দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায়, উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে,জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। রাজু মুখোপাধ্যায় জানান, সরস্বতী পূজার পরের দিন হাতেখড়ির মাধ্যমে ছাত্রজীবন শুরু হয় নব পড়ুয়াদের। অনেকে নিজের নিজের ঘরে ছেলে,মেয়েদের হাতেখড়ি অনুষ্ঠান করান। আবার অনেকের ইচ্ছা থাকলেও অনেক কারণে তা সম্ভব হয় না। তাই আমরা সবার কথা ভেবেই প্রতি বছর এই গণ হাতেখড়ি অনুষ্ঠান আয়োজন করি।
গণ হাতেখড়ি অনুষ্ঠানে নব পড়ুয়াদের স্লেট,পেন্সিল,বর্ণপরিচয় বিতরন
RELATED ARTICLES