Saturday, November 23, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গসরকার নির্ধারিত ভর্তি ফির তুলনায় বেশি টাকা নেওয়ায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

সরকার নির্ধারিত ভর্তি ফির তুলনায় বেশি টাকা নেওয়ায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নতুন ক্লাসে ভর্তির জন্য রাজ্য সরকার নির্ধারিত ভর্তি ফির প্রায় দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছিল। স্কুলের রসিদে লেখা হচ্ছিল সরকার নির্ধারিত টাকার অঙ্কই। এমন অভিযোগ তুলে এবার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ঘটনা বাঁকুড়ার তালডাংরা ব্লকের সোনাঝোর জুনিয়ার হাইস্কুলের। নতুন ক্লাসে ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষ পড়ুয়া পিছু ২৪০ টাকা নিতে পারবে স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা রয়েছে। কিন্তু সেই নির্দেশিকাকে থোড়াই কেয়ার। বাঁকুড়ার তালডাংরা ব্লকের সোনাঝোর জুনিয়ার হাইস্কুল পড়ুয়াদের নতুন ক্লাসে ভর্তির জন্য পড়ুয়া পিছু ৪০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ সরকার নির্ধারিত অর্থের প্রায় দ্বিগুণ টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যে রসিদ দেওয়া হচ্ছে তাতে সরকার নির্ধারিত ২৪০ টাকার অঙ্ক লেখা থাকছে। রসিদের পিছনের পৃষ্ঠায় স্কুলের তরফে লিখে দেওয়া হচ্ছে বাড়তি ১৬০ টাকা নেওয়া হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। এদিন এমন বেনিয়ম নজরে আসতেই প্রতিবাদ শুরু করেন এক অভিভাবক। স্কুলে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে যোগ দেন আরো বেশ কয়েকজন অভিভাবক। অভিভাবকদের দাবী এলাকায় অধিকাংশ দরিদ্র মানুষের বসবাস। অধিকাংশ পরিবার দিন আনে দিন খাই। এই পরিস্থিতিতে পড়ুয়াদের ওই বাড়তি টাকা দিতে অপারগ তাঁরা। বাড়তি টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর দাবী বাড়তি ওই টাকা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরস্বতী পুজোর জন্য নেওয়া হচ্ছে। প্রতিবছরই এভাবে বাড়তি টাকা নেওয়া হলেও তাতে অভিভাবকদের আপত্তি থাকে না বলেই দাবী করেছেন ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments