সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ এপ্রিল: “উনি একটা গাঁওয়ার, কাপুরুষ। আমার কাছে হেরেছে। ওকে জেলে ঢোকাবো। ব্যাগ গোছাক।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার, পুরুলিয়ার বেলকুড়ি সাধু আশ্রম মোড়ের কাছে একটি মাঠে আয়োজিত দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভার শেষে সংবাদ মাধ্যমের কাছে কার্যত সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। মেদিনীপুরে একটি সভায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে স্কুলশিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য? আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? আমি বলছি, কারও চাকরি আমি যেতে দেব না।’’ তিনি আরও বলেন, ‘‘সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে। নিজে ধরা পড়ার ভয়ে কোর্টে গিয়েছে। চাকরি আটকাচ্ছে। গদ্দারই এখানে সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি দুর্নীতি করেছে।’’ এরই জবাবে বিধ্বংসী রূপ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় বিজেপির জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার নাম ধরতে সাহস নেই ওনার। আমার কাছে হেরেছে, আমি ওকে যে টাইট টা দিয়েছি, বাকিটা জেলে ঢোকাবো ওকে। ও ব্যাগ গোছাক । আমি প্রমাণ দিয়ে বলেছি ৫ মে ২০২২ অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন চাকরি গুলো বেচার জন্য। যারা যারা ভুয়ো চাকরি পেয়েছেন তাদের কাস্টডিতে নিয়ে যারা যারা তৃণমূলের লোক টাকা নিয়েছে বিশেষ করে ভাইপো এবং তার কোম্পানি, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারা পুণরায় চাকরিতে যোগ দেওয়ানো উচিত। আর যারা দুর্নীতি করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হওয়া উচিত।” এদিন শুভেন্দু জোর গলায় বলেন, “উনি আমার কাছে হেরেছেন। মুসলিম ভোট পেয়েছেন। আমি হিন্দুদের ভোটে জিতেছি। জিতেছি।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে জেলে ঢোকানোর হুঁশিয়ারি শুভেন্দুর
RELATED ARTICLES