Saturday, November 23, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরক্ত, চক্ষুতে বিশ্ব স্বাস্থ্য দিবস দুর্গাপুরে

রক্ত, চক্ষুতে বিশ্ব স্বাস্থ্য দিবস দুর্গাপুরে

সংবাদদাতা, বেনাচিতি: বিশ্ব স্বাস্থ্যদিবস নিয়ে ভোটের বাজারে কি কেন্দ্র সরকার, কি রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা কারো বিশেষ হেলদোল দেখা না গেলেও, শহর দুর্গাপুরের দিনটি সাধ্যমতো পালনে রবিবার সকাল সকাল উৎসাহ নিয়ে ময়দানে নেমে পড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সাথ দিতে এগিয়ে আসে শহরের বিধাননগর এলাকার একটি বেসরকারি প্যারামেডিকেল কলেজ আর বেনাচিতিরই একটি প্যাথলজি সেন্টার। বিজ্ঞান মঞ্চের নিয়ন্ত্রণাধীন ড: কাদম্বিনী গাঙ্গুলী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এদিন সকাল সকাল এখানকার অন্নপূর্ণা নগর এলাকার ‘ভাই ভাই ক্লাব’ ভবনে স্বাস্থ্য শিবিরের আয়োজন হলো। নিখরচায় ওই শিবিরে দিনভর ১০৬ জনের চক্ষু পরীক্ষা, ৭৭ জনের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশপাশি চলল রক্ত চাপ পরিমাপের মতো সাধারন স্বাস্থ্য পরীক্ষাও। বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর শাখার সাধারন সম্পাদক কাজী ফজলুর রহমান সিদ্দিকী এদিন বলেন, “এলাকার মানুষের সহায়তায় আমরা এদিনের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে পারলাম। হঠাৎ করে গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় বহু মানুষ, বিশেষতঃ বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন, তাই, শুধু স্বাস্থ্য দিবসেই নয়, এমন শিবির শহরের বিভিন্ন এলাকায় জরুরি হয়ে পড়েছে বলে আমাদের ধারণা।” এদিকে, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এদিন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম বিধাননগর এলাকার ২-সি পাড়ায় সংস্হার নিজস্ব ভবনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করে। এতে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ৫ জন ছিলেন মহিলা ডোনার। “এদের মধ্যে ৭ জন ছিলেন প্রথম রক্তদাতা,” বলে জানালেন ব্লাড ডোনারস ফোরামের বরিষ্ঠ সদস্য কবি ঘোষ, যিনি এখন রাজ্যের দ্বায়িত্বে। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এদিন ফোরামের সহায়তায় দুটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ফোরামের ভবনের শিবিরটি ছিল মূক ও বধিরদের সেবায় নিয়োজিত সংগঠন ‘সাহস ‘ এবং ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার এখানকার রক্ত সংগ্রহ করেছে। শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ শুভব্রত সরকার, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক, দুর্গাপুর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া,রোটারিয়ান সুবীর রায়, সাহস এর সম্পাদক শম্ভু জাজোদিয়া।

এদিনই ‘বেনাচিতি স্বপ্নপূরণ’ এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় ইস্পাত নগরীর এজোন এলাকায় দিশারী সংঘ ক্লাব প্রাঙ্গণে ভ্রাম্যমাণ রক্তযানে আয়োজিত শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৩জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। ওই শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা: প্রিয়া হাজরা,স্বপ্নপূরণের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সমাজসেবী দিল খান, রক্তদান আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজেশ পালিত, শম্পা দে, ইতি বসু দত্ত,চন্দ্রশেখর মুখার্জি সহ অনান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments