নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বাঁকুড়ার পর এবার বর্ধমানেও পরিষেবা বন্ধ করে আন্দোলনে সামিল হল ‘১০২ অ্যাম্বুলেন্স প্রকল্প’র চালকরা। জানা গেছে,বেতন বৃদ্ধি,সঠিক সময়ে বেতন প্রদান,পিএফ এবং ইএসআই-এর সঠিক তথ্য জানানো সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছে ১০২ অ্যাম্বুলেন্স প্রকল্পের চালকরা। শনিবার সকাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজের ‘১০২অ্যাম্বুলেন্স চালক’রা গাড়ি বন্ধ করে আন্দোলনে সামিল হন। ফলে পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে বেতন নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে তাদের অভিযোগ। রীতিমতো পোস্টার হাতে আন্দোলন শুরু করেন চালকরা। তবে,তাদের দাবি জরুরি এবং রেফার কেসের ক্ষেত্রে পরিষেবা তারা চালু রেখেছেন। ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলে প্রসূতি রোগীর কাছে পৌঁছে যাওয়ার এই অ্যাম্বুলেন্স প্রকল্পে জেলায় ৬৯টি অ্যাম্বুলেন্স কাজ করে। প্রায় ২০০ জন কর্মী এই পরিষেবার সঙ্গে যুক্ত আছে। পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,কাটোয়া হাসপাতাল,কালনা হাসপাতাল সহ বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রে মেলে এই জরুরি পরিষেবা। জেলার সদর হাসপাতালে ১৭টি এই ১০২ অ্যাম্বুলেন্স আছে। সবাই কর্মবিরতিতে সামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ,দীর্ঘ কয়েক বছর ধরে তাদের এই টালবাহানার স্বীকার হতে হচ্ছে। ওভারটাইম ডিউটি করতে হচ্ছে, মিলছে না বোনাস বা বেতন। তাই রোগী পরিষেবা ব্যাহত হলেও তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এই প্রসঙ্গে জেলার ডেপুটি সিএমওএইচ (২) সুবর্ণ গোস্বামী বলেন, দাবি থাকতে পারে কিন্তু তার জন্য কখনই পরিসেবা বন্ধ রেখে আন্দোলন সমর্থনযোগ্য নয়।
বাঁকুড়ার পর বর্ধমানেও আন্দোলনে ‘১০২ অ্যাম্বুলেন্স প্রকল্প’র চালকরা
RELATED ARTICLES