Friday, June 13, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে অনুব্রত মন্ডলের কুশপুতুল দাহ করল কংগ্রেস

দুর্গাপুরে অনুব্রত মন্ডলের কুশপুতুল দাহ করল কংগ্রেস

সংবাদদাতা,দুর্গাপুরঃ মাত্র কদিন হল জেলা সভাপতির পদ হারিয়েছেন তিনি। কাজল শেখ সহ অন্যদের মতো তিনিও এখন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির একজন সদস্য মাত্র। এরপরই দেখা গেল নিজের মেজাজ হারিয়ে ফেলেছেন একদা বীরভূম জেলা তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। বোলপুর থানা একজন আইসি কে তিনি ফোন করে যে ভাষায় তাকে হুমকি দিয়েছেন,তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যদিও দলের শীর্ষ নেতৃত্বের চাপে তাকে ক্ষমা চাইতে হয়েছে। ইতিমধ্যে,তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। কিন্তু,তিনি হাজিরা এড়িয়ে চলেছেন। এই প্রেক্ষিতে সোমবার দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে ইস্পাতনগরীর চণ্ডীদাস বাজার সংলগ্ন রোটারিতে একটি প্রতিবাদ সভা করা হয়। সেখানে কংগ্রেস নেতারা পুলিশ কর্তার স্ত্রী ও মা এর প্রতি কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন।  অনুব্রত মন্ডলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্ত্তী। তিনি বলেন,গোটা রাজ্যে একটা নৈরাজ্য চলছে। শাসক দলের একজন দায়িত্ববান নেতা পুলিশ কর্তার স্ত্রী ও মা কে যে কুরুচিকর ভাষায় হুমকি দিয়েছেন,তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সভায় তিহার জেল ফেরৎ নেতা অনুব্রত মণ্ডলের কুশপুতুলও দাহ করা হয়। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস সভাপতি শাহনাওয়াজ আহমেদ,জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না,দুর্গাপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি রোবিন গাঙ্গুলি,৩ নং ব্লক কংগ্রেস সম্পাদক সুদীপ্ত কর্মকার,সোশ্যাল মিডিয়া কো অর্ডিনেটর গোপা মুখার্জী,জেলা সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী, ৩ নং ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল,মহিলা নেত্রী সুমনা গুহ,বিশ্বরূপ ভট্টাচার্য,মিলন সিনহা,জয়দীপ বোস,সুকমল সাহা সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments