সংবাদদাতা,দুর্গাপুর: জাস্টিস ফর আর জি কর। চারধারে উচ্চকিত স্লোগানে তিলোত্তমার বিচারের দাবীতে দুর্গাপুরের কবি সাহিত্যিক ও শিল্পীদের এক প্রতিবাদের পদযাত্রা। বিকেলে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তার মধ্যেও মানুষের ভীড় বাড়ছিল। তিলোত্তমার নৃশংস হত্যা ও পাশবিক অত্যাচারের বিচার চেয়ে গান্ধী মোড়ের কাছে রিকল পার্ক কলোনীর সামনে হাজির হন সবাই। শুরু হয় প্রতিবাদের পদযাত্রা। এমন প্রতিবাদ এর আগে হয়তো কখনো কেউ দেখেননি যা গত একমাস ধরে দেশ বিদেশ সর্বত্র ছড়িয়ে পড়েছে। মহিলাদের উপর নৃশংস পাশবিক অত্যাচার ও খুন এর মত ঘটনা সর্বত্র আকছার ঘটলেও আর জি কর কান্ড সবার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে টলিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা আর নিরাপত্তার ভিতকে। গত ১০ ই আগস্ট প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিনহা নিজের ফেস বুক ওয়ালে ১৪ আগস্ট মধ্যরাতে যাদবপুর বাসস্ট্যান্ডে মেয়েদের সমবেত হয়ে বসার ডাক দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন মেয়েরা রাতের দখল নিক। রিমঝিমের তোলা সেই ডাক সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ১৪ আগস্ট মধ্যরাতে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসের সূচনা লগ্নে গোটা রাজ্যে মেয়েরা রাত জেগে ছিলেন উই ওয়ান্ট জাস্টিস এই প্রতিবাদ এ। আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে এই রবীন্দ্র সংগীতের সঙ্গে জ্বলে উঠেছিল অসংখ্য মোমবাতি ও সবার কন্ঠে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এরপর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মেয়েদের এই আন্দোলন আর থেমে থাকেনি। রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তিলোত্তমার নৃশংস মৃত্যুর প্রতিবাদে সুবিচার চেয়ে আন্দোলন। এরপর তিলোত্তমার নৃশংস হত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে একের পর এক প্রতিবাদ সংঘটিত হচ্ছে সর্বত্র। সোমবার বিকেল পাঁচটায় রিকল পার্ক থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড অব্দি কবি সাহিত্যিক ও শিল্পীদের এই পদযাত্রায় অংশ নেন রাজ্যসভার প্রাক্তন সদস্য জীবন বিহারী রায়, বরিষ্ঠ নাট্যকর্মী সব্যসাচী বিশ্বাস,বিশিষ্ট গল্পকার বিমান চট্টোপাধ্যায়, কবি পূর্ণ চন্দ্র মুখোপাধ্যায়, দিশারী মুখোপাধ্যায়, সমাজকর্মী চৈতালী রায়, বাচিক শিল্পী সুচিরা সরকার, কাকলি রায় সহ দুর্গাপুরের কবি, সাহিত্যিক ও শিল্পীরা। বিশাল এই সুশ্ঙ্খল পদযাত্রাটি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌছানোর পর সেখানে তিলোত্তমার দ্রুত বিচার চেয়ে প্রতিবাদমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানে কবিতায় বক্তব্যে সবাই তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে তাদের প্রতিবাদের কথা ব্যক্ত করেন। কবি স্নেহাশিস মুখোপাধ্যায় ও কবি রাজীব ঘাঁটি এই প্রতিবাদমূলক পদযাত্রার নেতৃত্ব দেন।
তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপুরের কবি সাহিত্যিকদের পদযাত্রা
RELATED ARTICLES