Friday, December 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিজ্ঞান মঞ্চের সন্মেলন থেকে প্রাকৃতিক সম্পদ লুঠ বন্ধ করার আহ্বান

বিজ্ঞান মঞ্চের সন্মেলন থেকে প্রাকৃতিক সম্পদ লুঠ বন্ধ করার আহ্বান

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ  ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী বিজ্ঞান কেন্দ্রের প্রথম ত্রৈবার্ষিক সাধারণ সভা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হল সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের বিপিন পাল কক্ষে। শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি পুলক তেওয়ারি। এরপর সন্মেলন উদ্বোধন করেন জেলা সভাপতি শ্রীকান্ত চট্টপাধ্যায়। প্রতিবেদন পেশ করেন সম্পাদক কে এফ আর সিদ্দিকী। সম্মেলনে দামোদর-অজয় বাঁচানো,কুসংস্কার ও মৌলবাদের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। উপস্থিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কল্লোল ঘোষ ও রাজ্য কমিটির সদস্য রাম প্রণয় গাঙ্গুলী। বক্তব্য রাখতে গিয়ে তারা জানান জঙ্গল দহন,দামোদর থেকে পলি না তুলে বালি লুঠ,বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের ধারাবাহিক কর্মসূচি যেমন চলছে,তার গতি আরও বাড়াতে সকলের সহযোগিতা চাই। পাশাপাশি সামাজিক স্বার্থে প্রাকৃতিক সম্পদের  ব্যাবহার সম্পর্কে জনগণকে সচেতন করার বার্তা দেওয়া হয়। এছাড়াও হাতে কলমে বিজ্ঞান,শিশু বিজ্ঞান উৎসব,রান্নাঘরে বিজ্ঞানের মত জনপ্রিয় কর্মসূচি আরো ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন তারা। সম্মেলন থেকে জানানো হয় যে, আগামী ২৭-৩০ ডিসেম্বর বেলগাছিয়ার প্রানী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে ১৮ শ সারা ভারত জন বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্মেলনে শিশু অভিনেতাদের টিম মূকাভিনয়ে’র মাধ্যমে মোবাইলের আসক্তির কুফল সম্পর্কে যে বার্তা দেওয়া হয়। সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী ৩৩ জনকে পুরষ্কৃত ও সম্বর্ধিত করেন অধ্যাপক (এন আই টি) বিমল দাশ,অধ্যাপক সন্তোষ বিশ্বাস,রাজ্য কমিটির সদস্য অরুণ কিরম চট্টোপাধ্যায়,সুচিন্ত্য চট্টরাজ ও দেবব্রত চৌধুরী প্রমুখ। সন্মেলন থেকে ৩০ জনের নির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে পুলক তেওয়ারি, কে এফ আর সিদ্দিকী, লক্ষ্মন চক্রবর্তী নির্বাচিত হন। পরিচিতি পত্রের রিপোর্ট পেশ করেন আশিষ মন্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন বরুন দে। সভা পরিচালনা করেন পুলক তেওয়ারি,সুনীল চক্রবর্তী ও রাম প্রণয় গাঙ্গুলীকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments