Thursday, January 2, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গউড়ান -এর ‘মায়ার খেলা’ নৃত্যনাট্য মন জয় করল দর্শকদের

উড়ান -এর ‘মায়ার খেলা’ নৃত্যনাট্য মন জয় করল দর্শকদের

দুর্গাপুর,২১ ডিসেম্বরঃ দুর্গাপুরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ‘উড়ান’ এর পক্ষ থেকে সৃজনী প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুরের  ‘মায়ার খেলা’ নৃত্যগীতি আলেখ্যটি পরিবেশন করা হল। ১২৯৫ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ শ্রীমতী সরলা রায়ের অনুরোধে সখী সমিতির সাহায্যার্থে এই গীতিনাট্যটি রচনা করেন। ইংরেজি ১৮৮৮ সালে এই গীতিনাট্যটি বেথুন কলেজের আঙিনায় প্রথম  মঞ্চস্থ হয়। তখন ঠাকুর বাড়ির অন্দরমহলের মহিলারাই এতে প্রথম অংশ নিয়েছিলেন। নাটকে সখাদের বেশ ছিল খুব লাল টকটকে রংয়ের সাটিনের পাঞ্জাবি ও ধুতি,তার সঙ্গে ঈষৎ গোপের রেখা।

মায়াকুমারীদের হাতের দন্ডে ইলেকট্রিক আলো জ্বলছিল আর নিবছিল। বোধ হয় বিলাতি পরীর অনুকরণে। এরপর রবীন্দ্রনাথ তার জীবনের শেষ প্রান্তে ১৩৪৫ বঙ্গাব্দে মায়ের খেলা গীতি নাট্যটিকে নৃত্যনাট্যে রূপান্তরিত করেন এবং শান্তিনিকেতনের ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অভ্র বসু।  উপভোগ্য এই নৃত্যনাট্যটির অমর চরিত্রে অম্বিকা ভান্ডারী,প্রমদার চরিত্রে সোমা চাকমা ও শান্তার চরিত্রে পরমা  ব্যানার্জির অভিনয় ও নৃত্য ছিল অসাধারণ। এই নৃত্যনাট্যটির গান ও নাচের পরিচালনায় ছিলেন ঋতুপর্ণা বিশ্বাস সরকার ও অম্বিকা ভান্ডারী। সমগ্র নৃত্যনাট্যের  নির্দেশনায় ছিলেন কাকলি দাসগুপ্ত। সুমিত চক্রবর্তী রচিত কবি ও তুমি গীতি আলেখ্যটিও ছিল যথেষ্ট উপভোগ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments