Saturday, April 19, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে জনসচেতনতা শিবিরের মাধ্যমে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস

দুর্গাপুরে জনসচেতনতা শিবিরের মাধ্যমে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস

দুর্গাপুর,৭ মার্চঃ প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এই দিনটি মানুষকে সুস্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধি করায়। এই দিবসটি প্রথম পালিত হয়েছিল ১৯৫০ সালের ৭ এপ্রিল। কিন্তু এটি শুরু হয়েছিল ১৯৪৮ সালে কারণ এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনধারা এবং সকলের জন্য স্বাস্থ্য সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রতি বছর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য দিবসের জন্য একটি থিম নির্ধারণ করে, যার উদ্দেশ্য হলো দেশ, বর্ণ, ধর্ম বা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সকল মানুষের সুস্থ জীবনযাপনের অধিকার নিশ্চিত করা। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ এর প্রতিপাদ্য হল ‘সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ’। এই থিমটি মা এবং নবজাতকের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া।বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও এই উপলক্ষ্যে ‘সুস্থ সূচনা,আশাবাদী ভবিষ্যৎ ‘ – এই প্রতিপাদ্য নিয়ে মূলতঃ আলোচনা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি ও পরিবেশ রক্ষার্থে সংগঠন আসার-এর সহযোগিতায় এদিন ডিপিএল আদিবাসী পাড়ায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবব্রত সাহানা। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায়,বিজ্ঞান কর্মী দেবব্রত চৌধুরী,সজল বসু সহ অন্যান্যরা। ডাক্তার শাহানা সবার সুস্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবন কামনা করে আবেদন করেন আমরা সবাই নিজের নিজের দায়িত্ব পালন করে প্রতিটি শিশুর সুস্বাস্থ্য সুরক্ষার শপথ গ্রহণ করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments