সার্থক কুমার দে,অন্ডালঃ ৬ জানুয়ারি শনিবার অন্ডালের ট্রাফিক কলোনি এলাকায় অন্ডাল বালিকা বিদ্যালয় স্কুলে ঘটে চুরির ঘটনা। ঐদিন বিদ্যালয় খোলার পর চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রধান শিক্ষিকার কার্যালয় ও টিচার্স রুমের তালা ভাঙা ছিল। স্কুলের বেশ কয়েকটি আলমারি ও টিচার্স রুমে শিক্ষক শিক্ষিকাদের একাধিক লকার ভেঙ্গে তাতে থাকা নগত টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতির দল। স্কুলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অন্ডাল থানাতে। পুলিশ শুরু করে তদন্ত। ঐদিনই স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল তদন্তকারীরা। সেই ফুটেজ দেখে সঞ্জীত গড়াই নামে একজন দুষ্কৃতিকে শনাক্ত করে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযুক্ত সঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার তেগরিয়া মেটালী এলাকায়। অভিযুক্ত ঐ স্কুলেরই শিক্ষিকাদের গাড়ির চালক বলে জানা যায় পুলিশ সূত্রে। অভিযুক্ত জেরাতে চুরির কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ধৃতকে বুধবার পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
অন্ডালের স্কুলে চুরির ঘটনায় ধৃত এক
RELATED ARTICLES