Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিজেপিকে নিকৃষ্ট দল বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে নিকৃষ্ট দল বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সবাদদাতা, বর্ধমানঃ সন্দেশখালি নিয়ে একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট হতে পারে, এতটা নিচে নামতে পারে আগে দেখিনি। এরা ২০০০ টাকা দিয়ে মহিলাদের সন্মান বিক্রি করেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুনহাটের লালডাঙ্গা ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দোপাধ্যায়। সভা মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমন করেন তিনি। অভিষেক বলেন, এরা আগে সন্দেশখালি নিয়ে খুব গলা ফাটাতো।সূর্যের আলো যেমন আটকানো যায়না, তেমনই সত্যিকেও আটকানো যায়না। এরা সন্দেশখালি নিয়ে বাংলার সন্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। এদিন অভিষেক আরও বলেন, বোলপুর লোকসভায় তৃণমূল বিজেপির লড়াই নয়। এটা জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই। তিনি বলেন, বিজেপি রাস্তা, আবাস, একশো দিন, মিডডে মিল সহ বহু প্রকল্পের টাকা বন্ধ করেছে। রাজ্যের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার এই জেলার ২ লক্ষ ২৬ হাজার ২৭৬ জনকে ফেব্রুয়ারিতে একশো দিনের টাকা ব্যাঙ্কের মাধ্যমে পোঁছে দিয়েছে। এই জেলায় ১২ লক্ষ ৪০ হাজার মহিলাকে লক্ষীর ভান্ডার দেওয়া হয়। ওরা জিতলে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে বলেছে। যতদিন তৃণমূল আছে লক্ষীর ভান্ডার পাবেন।  এর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নেন অভিষেক। তিনি বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ কারো কাছে হাত পাতবে না। যা করার আমাদের সরকার করবে। কেন্দ্র বলে চার হাজার কোটি টাকা দিয়েছি। যদি চার পয়সা দিয়ে থাকে প্রমান করলে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব না। এদিনের জনসভায় অভিষেক বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন,  বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বেশ কয়েকজন বিধায়ক ও দলীয় নেতৃত্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments