নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর ভাইফোঁটা। ভাইদের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন বোনেরা। বন্ধনে আবদ্ধ হন আপামর বাঙালি। তবে এবারের ভাইফোঁটায় অভিনব উদ্যোগ গ্রহণ ভাতারের মানুষের। ভাতৃত্ববন্ধনে আবদ্ধ করতে গণ ভাইফোঁটার আয়োজন। জানা যায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের উদ্যোগকে সমর্থন করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। এদিন ভাতারের বলগোনায় সারদামনি বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় গণ ভাইফোঁটার উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ভাতার থানার ওসি অরুণ কুমার সোম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জেলা পরিষদ সদস্যা সায়রা বানু বেগম, ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাসুদেব যশ, বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা বেগম চৌধুরী, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী সাহা, উপপ্রধান জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলম সহ অন্যান্যরা। আয়োজকেরা জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের ভাতৃত্ববন্ধন কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গণ ভাইফোঁটার আয়োজন। আগামী দিনে এই গণ ভাইফোঁটা ভাতার ব্লকের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার কথাও জানান বিধায়ক।
গণ পুজো,গণ বিবাহের পর এবার গণ ভাইফোঁটা বর্ধমানের বলগোনায়
RELATED ARTICLES