Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি,মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক স্বাস্থ্য কর্তাদের

বাঁকুড়ায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি,মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক স্বাস্থ্য কর্তাদের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্যের একাধিক জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি রোগী। ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৬৩ ছাড়িয়েছে। বিষ্ণুপুরেও ৭২ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। জেলাগুলিতে এই ভাবে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় নড়েচড়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কোন জেলায় ডেঙ্গির ঠিক কি রকম পরিস্থিতি তা সবিস্তারে জানতে এদিন নবান্নের তরফে ভার্চুয়াল বৈঠক ডাকেন মূখ্য সচিব। রাজ্যের সাত জেলাকে ইতিমধ্যেই হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর সোমবার দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির জেলাশাসক সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠক হয়।বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। বিভিন্ন জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ দিয়েছে নবান্ন। পুরসভা পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারি।সমস্ত পুর এলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে, সেই সব জেলার জেলা শাসকদের সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে হবে।পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পঞ্চায়েতগুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কীভাবে চিকিৎসা হবে, তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে। গ্রামের বাজার, হাটগুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments