Saturday, July 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা, দুর্গাপুর : সোমবার দুপুরে ইসিএল এর ঝাঁঝরা এরিয়ার এমআইসি কোলিয়ারির খনির নিচে দুর্ঘটনায় মৃত্যু হয় পূরণ কোল (৫২) নামে এক শ্রমিকের । কাজ করার সময় খনির নিচে হোস পাইপ ফেটে দুর্ঘটনাটি ঘটে বলে সহ কর্মীরা জানান । ঘটনার কথা ছড়িয়ে পড়তেই কোলিয়ারির সামনে ভিড় জমান সংশ্লিষ্ট খনির অন্যান্য শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা । দূর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, মৃত খনি কর্মীর এক নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগ ও অন্যান্য আর্থিক ক্ষতিপূরণের দাবিতে খনির নিচেই মৃতদেহ রেখে চলে বিক্ষোভ । সন্ধে সাড়ে ছটা নাগাদ খনি কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় উঠে যায় বিক্ষোভ । এরপরে খনির নিচে থেকে মৃতদেহটি তোলা হয় । ময়না তদন্তের জন্য মৃতদেহটি থানায় নিয়ে যাই লাউদোহা থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments