Tuesday, September 10, 2024
Google search engine
HomeUncategorizedবাঁকুড়ার খাতড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান

বাঁকুড়ার খাতড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট ১৫টি দোকান। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়ায় পাম্প মোড় এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প।বাঁকুড়ার খাতড়া পাম্প মোড় এলাকায় রাস্তার ধারের ফুটপাথে একের পর এক চা, জলখাবার,  মাংস ও মাছের আড়ৎ সহ বিভিন্ন দোকান রয়েছে। গতকাল রাত আড়াইটা নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা। লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্রায় ১৫টি দোকানে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে খাতড়া দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরো একটি ইঞ্জিন তলব করা হয়। তিনটি ইঞ্জিন লাগাতার ভাবে প্রায় আড়াই ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল সময়মতো পৌঁছে যাওয়ায় ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে,দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায়। আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনার খবর শুনে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা। আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments