Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গইস্পাতনগরীতে প্রকাশ্য দিবালোকে মহিলার গলার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

ইস্পাতনগরীতে প্রকাশ্য দিবালোকে মহিলার গলার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ দুষ্কৃতীদের কি সাহস দেখুন। ভরা বাজারে স্কুটি থামিয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। কাছেই এসে দাঁড়ায় একটি বাইক। চোখের নিমিষে মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। মহিলার চিৎকার শুনে ছুটে এলো এলাকাবাসীরা। খবর পেয়ে পৌঁছালো পুলিশও। চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর থানার ইস্পাত নগরীর এসএন ব্যানার্জি রোডে। ঘটনার শিকার মৌমিতা ব্যানার্জী বলেন,তিনি কাণ্ডেশ্বর এলাকায় থাকেন। রবিবার সকালে স্কুটি নিয়ে এসএন ব্যানার্জী এলাকায় এসেছিলেন বিশেষ কাজে। সেখানেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তখনই দুজন দুষ্কৃতি তাঁর কাছেই বাইক থামান। নিমিষের মধ্যে তার গলায় থাকা সোনার চেন টেনে ছিঁড়ে নিয়ে চলে যায়। ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি বলেও জানান। এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। দুর্গাপুর শহরের বুকে কখনো মোবাইল আবার কখনো টাকা ছিনতাই এবং আগেও এই ভাবে  সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ পুলিশের নজরদারির অভাবেই এইভাবে সাহস বেড়ে চলেছে দুষ্কৃতিদের। পুলিশ অবশ্য দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments