Sunday, October 13, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গউচ্চ মাধ্যমিকে ষষ্ঠ মেমারীর আফরিন মন্ডলের স্বপ্ন চিকিৎসক হওয়া

উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ মেমারীর আফরিন মন্ডলের স্বপ্ন চিকিৎসক হওয়া

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ উচ্চ মাধ্যমিকে এবারেও ধারাবাহিকতা বজায় রাখল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা- ১। রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারির আফরিন মন্ডল। বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯১। আগামী দিনে চিকিৎসক হওয়া স্বপ্ন আফরিনের। মেমারীর শোভনা গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছাত্রী আফরিন ছোট থেকেই মেধাবী। প্রাথমিক থেকেই ধারাবাহিক ভাবে প্রথম স্থান অর্জন করতে থাকে। আফরিন জানায়, দিনে ৮ থেকে দশ ঘন্টা পড়াশোনা করতো সে। বাবা আজিম মন্ডল প্রাথমিক বিদ্যালয়ের গেস্ট লেকচারার। মা মেমারী পোষ্ট অফিসের এজেন্ট। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফরিন মন্ডল জানায়, ‘ মধ্যবিত্ত পরিবারের একটি গ্রামের মেয়ে। খুব কাছ থেকে দেখেছি মানুষের প্রতিবন্ধকতা। অনেকেই  চিকিৎসার অভাবে মারা যান। তাই আগামী দিনে চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে চিকিৎসকদের সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমি চিকিৎসক হয়ে মানুষের সেই ধারণা পাল্টে দিতে চাই। আমার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান রয়েছে সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক ও গৃহ শিক্ষকদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments