Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রধানমন্ত্রীর নির্দেশে পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে এসএসসি যোগ্য প্রার্থীদের জন্য পোর্টালের...

প্রধানমন্ত্রীর নির্দেশে পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে এসএসসি যোগ্য প্রার্থীদের জন্য পোর্টালের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পশ্চিমবঙ্গের বহু মেধা সম্পন্ন ছাত্রছাত্রী এরাজ্য ত্যাগ করেছে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা এরাজ্যে সঠিক মজুরি না পাওয়ায় রাজ্য ত্যাগ করছে। ব্যাঙ্গালুরু হয়ে উঠেছে বাংলার দ্বিতীয় ভাষা। ১৪ লক্ষ ৬০ হাজারের বেশি ছেলেমেয়ে ব্যাঙ্গালুরুতে চাকরি করছে। আমরা শুধু মাত্র শিক্ষক দুর্নীতি নিয়েই আলোচনা করছি, এই রাজ্য সরকারের এমন কোন বিভাগ নেই যেখানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়নি। খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পুলিশ, নার্স, চিকিৎসক, খাদ্য, বনদপ্তর সব জায়গায় নিয়োগে দুর্নীতি হয়েছে। এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কোন ভাবেই মন্ত্রী সভা দায় এড়াতে পারে না। কারণ ফিরহাদ হাকিম তো বলেছিলেন, একা পার্থদার দায় নয়। সুতরাং এর সঙ্গে গোটা মন্ত্রী সভা জড়িয়ে আছে। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের আশঙ্কা, আগামী কয়েকদিনে বিজেপি মানুষ খুন করে অশান্তি পাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল নেতাদের মন্তব্যের কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন,  মুখ্যমন্ত্রী মুখের গ্রাস কেড়ে নিয়েছে চাকরিহারাদের। অতএব কেউ তাকে রেয়াত করবে না, তারও জেল হবে। যারা প্রকৃত মেধা আমরা তাদের সাহায্য করবো, তাদের সাথে আছি। আমরা দলীয় ভাবে সর্বত্র তাদের সাহায্য করবো। এনিয়ে হেল্পলাইন খোলা হয়েছে পোর্টালের পাশাপাশি। হেল্প লাইন নাম্বার হল ৯১৫০০৫৬৬১৮, ওয়েবসাইটের ঠিকানা www.bjplegalsupport.org.  প্রধানমন্ত্রী বর্ধমানের সভায় চাকরি হারাদের পাশে দাঁড়ানোর কথা বলার পরেই এসএসসি নড়েচড়ে বসে এবং যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা জানানো হয়। হলফনামায় আমাদের খুব বেশি বিশ্বাস নেই। ওরা আদালতে কি হলফনামা দেয় দেখে তারপর আমরা এনিয়ে মন্তব্য করবো। আমরা চাই যোগ্যরা সসম্মানে চাকরি করুক, অযোগ্যদের চাকরি যাক, শাস্তি হোক। তবে শুধু চাকরিহারা শাস্তি হলে হবে না। যারা চাকরীর জন্য টাকা তুলেছে এবং যারা অনুমোদন দিয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের  শাহজাহান নিয়ে মন্তব্যর পরিপ্রেক্ষিতে  শমীক ভট্টাচার্য বলেন, শাহজাহান হল তৃণমূলের রোল মডেল। তৃণমূলের যা কালচার শাহজাহান সেই পথেই চলেছে। আগামীদিনে শাহজাহান হবে এই বাংলার মুখ, যেমন অনুব্রত ছিল। রাজ্যকে না জানিয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, আবার আদালতে তিরস্কৃত হবে রাজ্য সরকার। কোন ব্যক্তি বা কোন দলের নির্দেশে নয়,আদালতের নির্দেশে সিবিআই, ইডি তদন্ত করছে। ব্যারাকপুরে প্রধানমন্ত্রীর সভার আগে ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,  প্রধানমন্ত্রী আসবে আর ঐ মাঠেই পদ্ম চাষ করবে, তাতে কিছু যায় আসে না।

কীর্তি আজাদের কটাক্ষঃ এসএসসির চাকরি হারাদের জন্য পোর্টাল চালু হল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য পোর্টালের উদ্বোধন করেন। এই নিয়ে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝা আজাদ। তিনি বলেন,মোদী মিথ্যাবাদী। উনি যা বলেন, তা করেন না। কিন্তু দিদি যা বলেন তাই করেন। মোদী চাকরি দেবেন না। মানুষকে ধোকা দিচ্ছে। বুধবার পূর্ব বর্ধমানের উত্তর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝা আজাদ নির্বাচনী  প্রচার সারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments