নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২১ জুনঃ আজ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষেও দিনটি উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। আজ সকাল ছটায় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে প্রতিদিন সকালে যোগা ও প্রাণায়াম করা মহিলারা দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন। আন্তর্জাতিক যোগ দিবস প্রথম পালিত হয় ২০১৫ সালের ২১ জুন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতি সংঘের ভাষণে ২১ জুন বার্ষিক যোগ দিবস উদযাপন করার পরামর্শ দেন। কারণ এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। আবার দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন। ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি জাতি সংঘের সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব দেন ২১ জুন কে বিশ্ব যোগ দিবস পালনের। ১৭৭ টি দেশ এই প্রস্তাবটি কোনরকম বিতর্ক বা ভোটাভুটি ছাড়াই সমর্থন করে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। যার অর্থ একত্রিত করা। যা মন,শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। ৫০০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে যোগ চর্চা চলে আসছে। হিন্দু পুরান অনুসারে শিব প্রথম যোগী হিসেবে এই দিনে মানব জাতিকে যোগের জ্ঞান প্রদান শুরু করেন। তিনি হলেন আদি গুরু। এ বছরের থিম ছিল yoga for self and society অর্থাৎ নিজের ও সমাজের জন্য যোগব্যায়াম। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন ডিএসপি হাসপাতালের ফিজিও থেরাপিস্ট পল্লব চক্রবর্তী, ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, বিশিষ্ট যোগ বিশারদ তরুণ মুখার্জি ও বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রণয় রায়।
চতুরঙ্গ ময়দানে উৎসাহের সঙ্গে পালিত আন্তর্জাতিক যোগ দিবস
RELATED ARTICLES