Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গআমি পালিয়ে যাওয়ার মানুষ নই, বিপুল সমর্থনের মূল্য দেব: কীর্তি

আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, বিপুল সমর্থনের মূল্য দেব: কীর্তি

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: পূর্ব বর্ধমানের তালিতে রেলগেটের সমস্যা ভয়ানক। এখানে যানজটে আটকে একাধিকবার প্রাণ গেছে অসুস্থ মানুষের। কাজে দেরি হয়েছে। সেই রেলগেটের উপর ব্রীজের দাবি দীর্ঘদিনের।
সাংসদ নির্বাচিত হবার পাঁচদিনের মাথায় তালিত রেলগেট পরিদর্শন করলেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি এদিন জানান, তালিত রেলগেট শুরু থেকেই তার ভাবনার মধ্যে ছিল। এখানকার মানুষ, বিধায়ক,জনপ্রতিনিধিরা তাকে বিষয়টি জানান। তিনি নিজের প্রচার চলাকালীন এখানে আটকে পড়েন। তিনি এদিন বলেন, এই উড়ালপুল রেল বানাবে না, বানাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে রেলই সাধারণত পুল বানায়। এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এখানকার আগের সাংসদ গড়িমসি করেছেন। এই নিয়ে একটি প্রস্তাব সড়ক রেলকে দেয়। রেল আবার সড়ককে পাঠায়। এভাবে ফুটবল খেলেছে ওরা। তিনি আরো জানান, এই নিয়ে তিনি সংসদে দাবি তুলবেন। রেল এবং সড়ক মন্ত্রকে যাবেন। এই কেন্দ্র সরকারের কর্তারা নিজেদের নেহেরর সাথে তুলনা করেন। কিন্তু কাজ করেন না। কোনো বিশ্রাম না নিয়ে তিনি আজ এই বিষয়ে অগ্রণী হয়েছেন বলে দাবি করেন।
একইসঙ্গে শক্তিগড় এবং কালনা গেট রেলগেটের উড়ালপুলের দাবি নিয়ে তিনি সরব হবেন বলে দাবি করেন। তিনি বলেন, আমি পালিয়ে যাবার মত মানুষ নই। এত মানুষের সমর্থন পেয়েছি। তার মূল্য দেওয়া আমার কর্তব্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments