নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া: বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে নির্বাচন। তার আগে আগামীকাল ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ওই দুটি কেন্দ্রের মনোনয়নকারী পর্ব। মনোনয়নকে ঘিরে এই মূহুর্তে সাজো সাজো রব প্রতিটি রাজনৈতিক দলের। মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ করতে ও নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। সোমবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচনের মনোনয়ন পর্ব। অতীতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার জেলা শাসকের দফতর উত্তপ্ত হওয়ার রেকর্ড রয়েছে। সেই অতীত রেকর্ডের কথা মাথায় রেখে এবার মনোনয়ন পর্বকে শান্তিপূর্ণ করতে মরিয়া প্রসাশন। মনোনয়নের দিনগুলিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে থাকছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীও। বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার এদিন নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন। শান্তিপূর্ণ মনোনয়ন পর্ব হবে আশাবাদী জেলা শাসক,পুলিশ সুপার দুজনই।
রাত পোহালেই মনোনয়ন, বাঁকুড়ায় সাজো সাজো রব, নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে তৎপর পুলিশ
RELATED ARTICLES