সংবাদদাতা,দুর্গাপুরঃ বিগত বছরের শেষের দিকে দুর্গাপুরের দূষণের মাত্রা দিল্লিকেও ছাড়িয়ে গিয়েছিল। তারপর থেকেই দুর্গাপুরের পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রন নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। দূষণ নিয়ন্ত্রনে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও এই শহরের এক বড় সমস্যা হিসেবে ক্রমশ উদ্বেগ ছড়াচ্ছে পরিবেশ দূষণ। একই সঙ্গে দেখা যাচ্ছে শহরের উন্নয়নের লক্ষ্যে রাস্তার পাশে থাকা বিভিন্ন এলাকায় অনেক পুরানো গাছগুলি কেটে ফেলা হচ্ছে। তাতে দূষণের মাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই আবহে দুর্গাপুরের দূষণ রোধে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে এবং পরিবেশ,প্রকৃতি রক্ষায় এবার ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে দুর্গাপুরের অন্যতম এক ম্যানেজমেন্ট কলেজ ‘দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স’ তথা ডিএসএমএস। এই প্রতিষ্ঠানের তরফে আগামী ২৫ জানুয়ারী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব প্রচারে ‘রান ফর এনভায়রনমেন্ট’ ম্যারাথন দৌড় করা হচ্ছে। বিধাননগরের বিভিন্ন এলাকা,আড়া সহ মোট ১০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগীরাও অংশগ্রহণ করবেন। এই ম্যারাথনের সফল প্রতিযোগীদের জন্য মোট ২ লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। একইসঙ্গে এই দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককেই মেডেল শংসাপত্র ও টি-শার্ট দেওয়া হবে। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসের ওই সাংবাদিক সম্মেলনে ডিএসএমএস গ্রুপের পক্ষে শিউলি মুখোপাধ্যায় জানান,উন্ননয়ন তো অবশ্যই করতে হবে। কিন্তু সেই সঙ্গে সকলকেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের শহরের পরিবেশ সুরক্ষিত থাকে। তিনি বলেন,পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই,উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষচ্ছেদন কখনই মানা যায় না। সাংবাদিক সম্মেলনে ডঃ মৌমিতা কর এবং অন্যরাও শিল্পাঞ্চলের দূষণরোধ সহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের ওপর জোর দেন।
