নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আজ সকাল থেকে গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গেট আটকে বিক্ষোভ মেজিয়া তাপবিদ্যুৎ কন্ট্রাকটার ওয়ার্কার ইউনিয়নের। উল্লেখ্য মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মেইন্টেনেন্স জবে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। তাদের বিভিন্ন পেশাগত দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে একাধিকবার তারা আন্দোলনে সামিল হয়েছেন, তবুও দাবি দাওয়া না আদায় হওয়ায় আজ সকাল থেকে আবারও তাপবিদ্যুৎ কেন্দ্রের লাগাপাড়া কলোনি গেট, দুর্লভপুর গেটে, হাসপাহাড়ী গেটে আটকে বিক্ষোভ দেখাছেন শ্রমিকরা। অবিলম্বে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুসিয়ারি দিয়েছেন তাঁরা। এতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট আটটি ইউনিট থেকে প্রতিদিন গড়ে ২৩৪০ মেগাবাইট বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ রাজ্যে সহ ভিন রাজ্য রেল ভেল সহ বিভিন্ন সংস্থা ছাড়াও বিদ্যুৎ দেওয়া হয় অন্যান্য রাজ্যেও।তবে এ বিষয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের চিপ ইঞ্জিনিয়ার সুশান্ত শন্নিগ্রহী দাবী, শ্রমিক বিক্ষোভের জেরে কোন প্রভাব পড়বে না উৎপাদন ক্ষমতায়। বিষয়টি নিয়ে আলোচন চলছে অবিলম্বে মিটিয়ে ফেলা হবে বলেই দাবি এমটিপিএস কর্তৃপক্ষের।
শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গেট,উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
RELATED ARTICLES