Thursday, November 21, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গসেইল কর্তৃপক্ষের বঞ্চনার প্রতিবাদে ২৮ অক্টোবর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ ডিএসপি কর্মীদের

সেইল কর্তৃপক্ষের বঞ্চনার প্রতিবাদে ২৮ অক্টোবর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ ডিএসপি কর্মীদের

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,১৪ অক্টোবরঃ সেইল কর্তৃপক্ষের ক্রমাগত বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় পাঁচটি ট্রেড ইউনিয়ন এবং ইউনিট গুলির আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি পনেরো দফা ন্যায্য দাবিতে যে ধারাবাহিক যৌথ সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজ সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য পাওনা সহ আরও ১৪ দফা দাবিতে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে ধর্না বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই সঙ্গে আগামী ২৮ অক্টোবর সমগ্র সেল সহ মাইনস গুলিতে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এদিন তার নোটিশও জমা দেওয়া হয় ডিআইসি কর্তৃপক্ষের কাছে। এ্যাকটিং ইডি (পি এ্যান্ড এ) বিকাশ মানওয়াতির হাতে এই নোটিশ তুলে দেওয়া হয়। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ডিএসপির ইনটাক অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ারকার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি পরেশ কর্মকার,অফিস সেক্রেটারী শান্তনু ভট্টাচার্য্য, সিটু অনুমোদিত হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে বিশ্বরুপ ব্যানার্জী ও সীমন্ত চ্যাটার্জী,বিএমএসের পক্ষে মানস চ্যাটার্জী ও অরুপ রায়, এআইটিইউসির পক্ষে শম্ভুচরণ প্রামানিক ও নিরঞ্জন রায় এবং ইউটিইউসির পক্ষে বিশ্বনাথ মন্ডল প্রমূখ। উল্লেখ্য, গত ১ অক্টোবর দিল্লিতে পুজো বোনাস নিয়ে ইউনিয়নগুলির আলোচনায় ৪০,৫০০ টাকা বোনাসের দাবি রাখা হলেও সেইল কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করে পুজোর মুখে কর্মীদের অ্যাকাউন্টে এক তরফাভাবে ২৬,৫০০ টাকা দিয়ে দেয়। ইউনিয়নগুলির পক্ষে এই ঘটনাকে তাদের অপমান বলে অভিযোগ করা হয়েছে। জানা গেছে,করেনোকালের পর বিগত বছরে সেইল অনেকটাই লাভ করেছে। তা সত্বেও কর্মীদের ন্যায্য বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি থেকে কর্মীদের বঞ্চিত করে চলেছে সেইল। বকেয়া ৩৯ মাসের এরিয়ার, আরআইএস -০৭,ইনসেনটিভ রিভিউ,শূন্য পদগুলি স্থায়ী কর্মী নিয়োগ,এনজিসি এর মৌ চুক্তির বকেয়া ইস্যু গুলিকে সমাধান করা সহ মোট ১৪ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথভাবে ২৮ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments