নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ একজন পথ চলতি ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে বর্ধমান কাটোয়া রোডের ভাতারের বলগোনায়। দুর্ঘটায় আহত হন এক পুলিশ কর্মীসহ পথ চলতি এই ব্যক্তি। বুধবার কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে। সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথ চলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসেন তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনায় আহত হন এক পুলিশকর্মী সহ পথ চলতি ব্যক্তি। আহত পুলিশ কর্মীর নাম দেবব্রত ঘোষ ও পথ চলতি ওই ব্যক্তির নাম মুক্তি ধারা, তার বাড়ি ভাতারের বলগোনাতে। দুর্ঘটনার পর বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত দু’জনকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় জখম ২ জনকে। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
RELATED ARTICLES