Sunday, December 15, 2024
Google search engine
HomeUncategorizedজঙ্গলমহল সফরে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক

জঙ্গলমহল সফরে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলমহলে সফরে গিয়ে বাঁকুড়ায় হাজির হলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। হেলিকপ্টারে করে তিনি এদিন দুপুরে পুরুলিয়া থেকে বাঁকুড়ায় পৌঁছান। পরে জেলা শাসকের দফতরে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভার অবজারভার, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে তিনি বৈঠক করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও তিনি বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় জঙ্গলমহলের জেলা গুলিতে নির্বাচন রয়েছে। তার আগে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসময় বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ছিল মাওবাদী প্রভাব। নির্বাচনে তেমন বড় নাশকতার ঘটনা এ রাজ্যে কখনো না ঘটলেও বিভিন্ন সময় ভোট বয়কেটের ডাক দিয়েছিল মাওবাদীরা। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই কি বিশেষ পুলিশ পর্যবেক্ষকের জঙ্গলমহল সফর, চর্চায় রাজনৈতিক মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments