সংবাদদাতা,দুর্গাপুরঃ বিপন্ন শাবক সহ পক্ষীকুল, বিপন্ন দুর্গাপুরের প্রকৃতি পরিবেশ। রাস্তা চওড়া করার অজুহাতে দুর্গাপুরের গান্ধী মোড় রিকল পার্ক থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রশাসনের তরফে নির্বিচারে ৩০-৪০ বছরের পুরানো গাছ গুলি কেটে ফেলা চলছে। এর ফলে এই তীব্র শীতে বাস্তুচ্যুত হল শাবক সহ পক্ষীকুল এবং অন্যান্য প্রাণী প্রজাতি। ইদানিং কালে দুর্গাপুরের বায়ু দূষণ মাত্রা আসানসোলের বায়ু দূষণ মাত্রা কে অতিক্রম করেছে। এর আগেও একই বিষয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে বিজ্ঞান মঞ্চে’র পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মঞ্চের দুর্গাপুর শাখার পক্ষে রামপ্রণয় গাঙ্গুলি। এই অপরিকল্পিত বৃক্ষ নিধন দুর্গাপুরের বায়ু দূষণের মাত্রাকে বৃদ্ধি করে মানুষের জীবনযাপনকে আরো অস্বাস্থ্যকর করে তুলবে বলে অভিযোগ তুলে এবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর শাখা। দুর্গাপুরের বিপন্ন প্রাকৃতিক পরিবেশের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিভিন্ন দাবি সম্বলিত সনদপত্র গত ৮ জানুয়ারী দুর্গাপুরের মহকুমা শাসক এবং দুর্গাপুর ডিভিশন বনাধিকারিক এর কাছে পেশ করা হয়। ডি এম সি ‘র চেয়ারপারসন,এডিডিএ’র চেয়ারম্যান ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে সেই স্মারকলিপির কপিও জমা দেওয়া হয়েছে। মঞ্চের দাবি সনদে জানানো হয়েছে অবিলম্বে পরিকল্পিত বৈজ্ঞানিক ভাবনা বিরোধী বৃক্ষ নিধন বন্ধ করে,পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণ করে দুর্গাপুরের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে। প্রশাসনিক কর্তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চে’র প্রতিনিধি দলে থাকা রাম প্রনয় গাঙ্গুলী, দেবব্রত চৌধুরী, বরুন ঘোষ,মানস পাল,অরুণ কিরন চ্যাটার্জি, শ্রীকান্ত চ্যাটার্জি, ধনুষধারী রায়, কে এফ আর সিদ্দিকী, প্রদ্যুৎ মুখার্জি ও সগড়ভাঙা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রমুখ।
গাছ বাঁচিয়ে হোক উন্নয়ন,দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র
RELATED ARTICLES