সার্থক কুমার দে,অন্ডালঃ বাংলার সেরা উৎসব শরৎকালের দুর্গাপুজো। এই পুজোকে কেন্দ্র করে শুধু উৎসবেই মেতে ওঠে না বাঙালি। সেই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রেও পুজো কমিটিগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুক্রবার সন্ধ্যা বেলায় অন্ডাল পঞ্চায়েত পাড়ায় মহিলা পরিচালিত সর্বজনীন দুর্গা মন্ডপের উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এই পুজো এবার ১৫ তম বর্ষে পদার্পণ করল। অন্যদিকে খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমের তরফ থেকে এলাকার শিশুদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। সংস্থার পক্ষে অনুপ সিনহা জানান, ৩৫০ জন শিশুকে পুজো উপলক্ষে নতুন জামা কাপড় উপহার দেওয়া হয়। উপহার গুলি শিশুদের হাতে তুলে দেয় আশ্রমের আবাসিকেরা।