নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ ১৯৪২ সালে আগস্ট মাসে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছিল। সেই কারনেই প্রতি বছর ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালনের প্রাক্কালে ৯ আগস্ট দেশজুড়ে স্মরণ করা হয় ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের। এই দিন তাদের তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সারা দেশের সঙ্গে শুক্রবার দুর্গাপুরেও দিনটি উদযাপন করা হয়। বেনাচিতি এলাকার ভিড়িঙ্গী অঞ্চল জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের শহীদদের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং এক মিনিট নিরাবতা পালন করেন কংগ্রেসকর্মীরা। শিক্ষাবিদ ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সুদেব রায় শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে তার বক্তব্যে ভারত ছাড়ো আন্দোলনের বিষয়ে আলোকপাত করে বলেন, ১৯৪২ সালের ৯ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেঙ্গে ইয়ে মরেঙ্গে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন দমনে ব্রিটিশ পুলিশ নির্বিচারে লাঠি চালানোয় অনেক নিরীহ আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশেই এই দিনটি পালন করা হয়। এখানে সুদেব রায় ছাড়াও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড.সুশীল ভট্টাচার্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য,এদিনই দুর্গাপুরের বিশিষ্ট শ্রমিক নেতা প্রয়াত লাবণ্য ঘটকের প্রয়াণবার্ষিকী পালন করা ভিড়িঙ্গী জাতীয় কংগ্রেস কার্যালয়ে। শহীদ ভগৎ সিং,ক্ষুদিরাম বসু ও লাবণ্য ঘটকের প্রতিকৃতিতে মাল্যদান করেন সুদেব রায়,ড.সুশীল ভট্টাচার্য,নীহার মন্ডল প্রমূখ।
‘ভারত ছাড়ো’ আন্দোলনের শহীদদের স্মরণ দুর্গাপুরে
RELATED ARTICLES