Tuesday, November 12, 2024
Google search engine
Homeদেশমোহিনী রেখার জন্যই কি আজও সিঙ্গল সলমন?

মোহিনী রেখার জন্যই কি আজও সিঙ্গল সলমন?

জ্যোতিপ্রকাশ গুপ্ত মুম্বইঃ এই মুহূর্তে বলিউড’র মোস্ট এলিজেবল ব্যাচেলর তালিকাতে প্রথম স্থানে রয়েছেন সালমান খান। জীবনে একাধিকবার প্রেম এলেও কোনও প্রেমিকার সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। অন্যদিকে বলিউডের এভারগ্রিন বিউটি কুইন রেখা গণেশন’র জীবনটাও যেন অনেকটা ঠিক সালমানের মতই। তারও জীবনে একাধিক পুরুষের প্রবেশ ঘটেছে। দু-দুবার বিয়ে করলেও কিন্তু রেখা আজও রহস্যময়ী সিঙ্গল! রেখার প্রেমিকদের তালিকায় বলিউডের অনেক নামীদামী ব্যক্তিত্বদের নাম রয়েছে। অমিতাভ বচ্চন, বিনোদ মেহেরা থেকে শুরু করে বয়সে অনেক কমবয়সী হিরোদের সঙ্গেও জড়িয়েছে রেখার নাম। এই তালিকায় অক্ষয় কুমার থেকে সঞ্জয় দত্ত, এমনকি সালমান খানের নামও রয়েছে। সালমান নাকি একসময় বয়সে বড় এই নায়িকাকে বিয়ে করতে চেয়েছিলেন। জানেন কেন রেখা ও সালমানের বিয়ে হল না? সালমান কার্যত খুব ছোট বয়স থেকে রেখাকে পছন্দ করেন। বলতে গেলে, রেখা হলেন তার ছোটবেলার প্রেম। তিনি স্বপ্ন দেখতেন বলিউডের এই সুন্দরীই হবেন তার গৃহিণী। ছোট বয়সে রেখার ‘উমরাও জান’ সিনেমা দেখেই সালমান রেখার প্রেমে পড়ে যান। এটা কোনও ভুয়ো কিংবা উড়ো খবর নয়, রেখা নিজেই একবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন। সম্প্রতি সালমান এবং রেখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে রেখাকে বলতে শোনা যাচ্ছে খুব ছোটবেলা থেকেই সালমানের তার উপর ‘ক্রাশ’ রয়েছে। তিনি সেটা জানেন। কারণ সেই সময় যখন তিনি হাঁটতে বেরোতেন তখন দেখতেন সালমান তার পেছনে পেছনে আসছেন। তখন কিন্তু অভিনেতার বয়স ছিল ৭-৮ বছর। রেখা বলেন, “ওকে আমার বরাবরই কিউট লাগে। এখনো ওকে আদর করতে ইচ্ছে হয়।” আসলে প্রেম-ভালবাসা কী তা ভালোকরে বুঝে ওঠার আগেই রেখা সালমানের মনের গভীরে জায়গা করে নিয়েছিলেন। এমনকি একদিন তো আবার নিজের বাড়িতে গিয়ে রেখাকেই বিয়ে করার জেদ ধরে বসেন সালমান! তিনি ধরেই নিয়েছিলেন বয়স একটু বাড়লেই তিনি রেখাকে বিয়ের প্রস্তাব দেবেন। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিউডের অন্যান্য নায়িকাদের সংস্পর্শে এসে সালমানের প্রেম জীবন নতুন মোড় নেয়। রেখা যেমন অমিতাভের প্রাণভোমরা ছিলেন, ঐশ্বর্য্য তেমনি ছিলেন সালমানের প্রাণ সজনী। সালমান একটি অনুষ্ঠানে বলেন, “রেখা ম্যাম আমার সেসময়ের জীবনের অনেকটা জুড়েই ছিলেন।” সালমান খানের যে রেখার উপরেও ক্রাশ ছিল সেই খবরটা তার ভক্তদেরও কিন্তূ জানা ছিল না। রেখার বয়ানে যখন এই পুরনো দিনের কথা প্রকাশ পেল, তখন বেশ অবাকই হয়েছেন সালমানের ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, “এখন জানতে পারলাম ভাইজান কেন বিয়ে করেননি!” আবার কেউ সুপারস্টার অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দিকে ইঙ্গিত করে মজা করে লিখছেন, “আসলে দুজনের ভালোবাসাই যে একই বাড়িতে থাকেন!” তাহলে কি এই জন্যই আজও অবিবাহিত সালমান? এ ব্যাপারে অবশ্য দুজনেই এক্কেবারে স্পিকটি নট। লজ্জায় লাল মোহময়ী রেখা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments