Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমত্ত চালকের বেপরোয়া গতি! মৃত্যু মহিলার,মিনি বাস ঢুকলো বাড়িতে

মত্ত চালকের বেপরোয়া গতি! মৃত্যু মহিলার,মিনি বাস ঢুকলো বাড়িতে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: কাজ সেরে বাড়ি ফেরা হলো না। রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মিনি বাসের ধাক্কায় মৃত্যু হল পরিচারিকার। তারপরেই মিনি বাসটি ঢুকে গেল বাড়িতে। ঘটনা দুর্গাপুর থানার আকবর রোডে। জানা গিয়েছে পরিচারিকার নাম সালমা বিবি (৫০)। দুর্গাপুরের প্রান্তিকা বস্তির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সালমা বিবি আকবর রোডের একটি বাড়ি থেকে পরিচারিকার কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।তখনই বেপরোয়া গতিতে বেনাচিতি দুর্গাপুরের রুটের একটি ফাঁকা মিনিবাস আকবর রোডে একটি স্কুটিকে পাস দিতে গিয়ে প্রান্তিকার দিকে যাওয়ার সময় সালমা বিবিকে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি ঢুকে যায় একটি বাড়িতেও। চালক উত্তম দত্তকে গ্রেফতার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সালমা বিবিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা পথ অবরোধ করে শুরু করে দেন বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারী অভিযোগ করেন, “শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা আকবর রোড। সেই রাস্তায় প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যাতায়াত করে একের পর এক মিনিবাস থেকে ছোট গাড়ি। মত্ত অবস্থায় গাড়ি চালায় বহু চালক। ট্রাফিকের নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments