সাথী প্রামানিক,পুরুলিয়া,১৭ জুন: নিয়ন্ত্রণ হারিয়ে পিকভ্যান দুর্ঘটনায় মৃত্যু হল দুই ইট ভাটা শ্রমিকের। ঘটনায় কম বেশি আহত হন প্রায় ১৪ জন। পুড়ে খাক হয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফঃস্বল থানার কুশটাড় গ্রামের কাছে রাজ্য সড়কে। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থেকে ওই পিক ভ্যানটিতে করে পরিবারসহ পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। তাঁরা সবাই ইট ভাটার শ্রমিক। তাঁদের বাড়ি বরাবাজার, মানবাজার ও বান্দোয়ান থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে। রাত্রে তাঁরা ওই গাড়িটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্লভাটের কাছে গার্ড ওয়ালে ধাক্কা মারে। ছিটকে পড়ে পাশের ঢালু এলাকায়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে। অনেক পরে তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরের দিকে এক জন এবং দুপুরের দিকে আরও এক জন শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের নাম সুভাষ ওরাং (৩৮) ও অনিল ওরাং (৪০)। তাঁদের বাড়ি বরাবাজার থানা এলাকায়। বর্তমানে হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। গাড়িটি ধাক্কা লাগার পর কিভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। আগুনে পুড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িতে থাকা বাসন পত্র।
পিকভ্যান দুর্ঘটনায় দুই ইট ভাটা শ্রমিকের মৃত্যু,আহত ৭
RELATED ARTICLES