Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকেন্দ্রীয় আধাসামরিক কর্মীর ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি

কেন্দ্রীয় আধাসামরিক কর্মীর ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গৃহকর্তা আধাসামরিক বাহিনীর কর্মী। কর্মসূত্রে থাকেন রাজ্যের বাইরে।গৃহকর্ত্রী বাড়ি তালাবন্ধ করে গিয়েছিলেন আত্মীয়ের অনুষ্ঠানে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দিনে দুপুরে বাড়ি সাফাই করল চোর।খোয়া গেল নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা।বাঁকুড়ার খাতড়া শহরের রবীন্দ্র সরনী এলাকার এই ঘটনায় এলাকাজুড়ে তৈরী হয়েছে আতঙ্ক।স্থানীয় সূত্রে জানা গেছে খাতড়ার রবীন্দ্র সরনী এলাকায় সুজাতা রায় এর স্বামী সিআরপিএফ এ কর্মরত।তিনি কর্মসূত্রে ত্রিপুরায় থাকেন। রবীন্দ্র সরনীর বাড়িতে একাই থাকেন ওই গৃহবধূ। গতকাল বাড়ি তালাবন্ধ করে তিনি দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যান। রাত দশটা নাগাদ নিজের বাড়িতে ফিরে এসে সুজাতা দেখেন বাড়ির সদর দরজায় লাগানো দুটি তালা কেউ বা কারা ভেঙে ফেলেছে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন বাড়ির ভেতর তছনছ করে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে থাকা আলমারি ভেঙে চুরি করে নিয়ে গেছে নগদ টাকা ও লক্ষাধিক টাকার অলঙ্কার।বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। প্রকাশ্য জনবহুল এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এলাকায় পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবীতে সরব হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments